বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগ শিক্ষার্থী তাপস মণ্ডল ঈদের আগেরদিন রাতে সরক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (২০১৫-২০১৬) শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।
জানা যায়, মোটরসাইকেলে করে দেরবাজার থেকে তেঁতুলিয়া ব্রিজে যাওয়ার রাস্তার প্রতিমধ্যে (শহীদ সরদারের বাড়ির সামনে) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন তিনি। তাপস মন্ডলের বয়স ২৭ বছর।
এই ঘটনায় আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মৃত তাপস মণ্ডলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।