গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত প্রক্টর এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় একাডেমিক ভবনে সাক্ষাৎ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. ফাহিসুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক খাদিজা জাহান তান্নি, কার্যনির্বাহী সদস্য জহুরুল হক।
সাক্ষাৎকালে অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলে ইতিবাচক কাজ করার চেষ্টা করবো এবং ক্যাম্পাসে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।এক্ষেত্রে সকলের সহোযোগিতা কামনা করছি।
সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল আলম বলেন, “নবনিযুক্ত প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান স্যারকে অভিনন্দন। সততা ও নিরপেক্ষতা বজায় রেখে বশেমুরবিপ্রবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।”