জালিয়াতি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে ইকবাল হোসেন সাঈদ নামের একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটি। মঙ্গলবার বিকেলে ‘বি’ ইউনিটে ভর্তি হতে আসে ইকবাল হোসেন সাঈদ।
ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্টরা প্রাথমিক সন্দেহ করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদের পর অস্বীকার করলেও পরে চাপের মুখে পড়ে সে স্বীকার করতে বাধ্য হয়। এ কথা নিশ্চিত করেছেন সহকারি প্রক্টর আবু হেনা পহিল।
আটককৃত অবশ্য ভর্তি পরীক্ষার জন্য মূল আবেদনকারীই, সব তথ্য উপাত্তও তার। তবে তার হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছিলো সে স্বীকার করে। পরে ঐ যুবককে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেনের বাড়ি চট্রগ্রাম চকোরিয়া থানায়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে চট্রগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি পরীক্ষা কেন্দ্রে তার হয়ে আরেকজন পরীক্ষা দিয়ে দেন। তবে কে বা কারা তাকে সহযোগিতা করেছে তা সে স্বীকার করেনি।
এই ক্যাম্পাস/এএবি