29.1 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

চবি বিএনসিসি নৌ-শাখার নতুন ক্যাডেটদের ভর্তি পরীক্ষা-২০২২ সম্পন্ন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবি বিএনসিসি নৌ-শাখার নতুন ক্যাডেটদের ভর্তি পরীক্ষা-২০২২ সম্পন্ন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ-শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল করিম ভবনে (কলা ও মানববিদ্যা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা লিখিত পরীক্ষা এবং এগারোটা থেকে দুপুর সাড়ে দেড়টা পর্যন্ত প্রাক্টিক্যাল পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রথম পর্ব সম্পন্ন হয়।

আরো পড়ুন:  রাবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক এক শিক্ষার্থীর ফেসবুকে আবেগময় পোষ্ট

নতুন ক্যাডেটদের ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগের ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৭০ এর অধিক প্রার্থীর মধ্যে ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লিখিত এবং প্রাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ৩ এপ্রিল (রবিবার) তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তিনটি ধাপে যারা উত্তীর্ণ হবে তাদেরকে চূড়ান্ত ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে।

আরো পড়ুন:  চবিতে প্রতারকের ফাঁদে ৭ ভর্তিচ্ছু

এসময় উপস্থিত ছিলেন

লেফটেন্যান্ট কমান্ডার গোলাম মোহাইমেন, অধিনায়ক, চট্টগ্রাম ফ্লোটিলা,
বিএনসিসি নৌ শাখা।
প্রফেসর ড.বায়জীদ মাহমুদ খান,
বিএনসিসি’এর সমন্বয় কর্মকর্তা ২/লে.
আহসানুল কবীর পলাশ,
প্রফেসর আন্ডার অফিসার বিএনসিসি নৌ শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
পেটি অফিসার নুরুজ্জামান ভূঁইয়া, প্রশিক্ষক, চট্টগ্রাম ফ্লোটিলা, বিএনসিসি নৌ শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সাঈদ আল-মাহমুদ
সিইউও, বিএনসিসি নৌ শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সহ প্লাটুনের অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ
উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:  ঢাবিতে ভর্তি পরীক্ষায় প্রায় ১ হাজার ৪০ টি আসন কমানোর সুপারিশ

উল্লেখ্য, জ্ঞান, শৃঙ্খলা ও সেচ্ছাসেবা
এ শ্লোগানকে ধারণ করে ১৯৯৩ সলের ১৭ সেপ্টেম্বর বিএনসিসি নৌ শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। কর্ণফুলী রেজিমেন্ট শাখার অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন কার্যক্রম পরিচালনা করে থাকে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles