31 C
Bangladesh
শনিবার, জুলাই ২৭, ২০২৪

মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানাচ্ছে চবির শিক্ষার্থীরা

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানাচ্ছে চবির শিক্ষার্থীরা

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার দূরীকরণে ছয় দফা দাবিতে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ১০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি। এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা অবস্থান করে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানাচ্ছে চবির শিক্ষার্থীরা

আরো পড়ুন:  চবিতে স্কলারশিপ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থী ও ৯ গবেষককে সংবর্ধনা

গতকাল রোববার সকাল ১০টায় থেকে তাঁরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন রনির ছয় দফা দাবির সঙ্গে সংহতি জানাচ্ছেন।মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানাচ্ছে চবির শিক্ষার্থীরা

বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি যে শুধু রনির সঙ্গে হয়েছে, তা নয়। এবার ঈদে বাড়ি ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর সাথেও এমন হয়েছে বলে তাঁরা দাবি করেন। অনেকে রনির মতো বহু হয়রানিরও শিকার হয়েছেন বলে জানিয়েছে। তাই শিক্ষার্থীরা রেলওয়ে কর্তৃপক্ষকে তাঁদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আজ সোমবার আন্দোলনরত শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে তারা স্টেশনের সামনে কর্মসূচি শুরু করে। তাছাড়া আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী গানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।’

আরো পড়ুন:  চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে কাফনের কাপড় নিয়ে অবস্থান

Check out our other content

Check out other tags:

Most Popular Articles