37.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে কাফনের কাপড় নিয়ে অবস্থান

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে কাফনের কাপড় নিয়ে অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে কাফনের কাপড় নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি শুরু হয়।

এ সময় শাটল ট্রেনও আটকে দেওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেন। বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিচ্ছেন।

আরো পড়ুন:  চবির অছাত্র ও বহিষ্কৃতদের আবাসিক হল ছাড়ার নির্দেশ

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাওয়া সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের। তাঁরা ২০২০ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। তাঁরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে একত্র হয়েছেন। শিক্ষার্থীদের দাবি, করোনার সময় তাঁরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। আর্থিক সংকটসহ নানা প্রতিবন্ধকতা ছিল। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে।

আরো পড়ুন:  চবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৬ আগস্ট

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে এর আগেও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ গত ২৩ এপ্রিল নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ রয়েছে ২০১৭ সাল থেকে। ওই বছর ৫০৫তম সিন্ডিকেট সভায় এ সুযোগ বাতিল করা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles