রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। ২৫ মে দুপুর ১২টায় এই প্রাথমিক আবেদন শুরু হয়। দিন আবেদনের সময়সীমা শেষে আজ রাত ১২টায় শেষ হবে প্রাথমিক আবেদন।
- Advertisement -
- Advertisement -
ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছিলেন।
- Advertisement -
- Advertisement -
নির্দিষ্ট সময়ের মধ্যেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি ইউনিটের জন্য ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে এ মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
- Advertisement -
- Advertisement -
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে জানায় রাবি প্রশাসন। চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ১ হাজার ১০০ টাকা।
আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।